insta logo
Loading ...
×

দুয়ারসিনির টুসু পরব মিলিয়ে দিলো বাংলা-ঝাড়খন্ডকে

দুয়ারসিনির টুসু পরব মিলিয়ে দিলো বাংলা-ঝাড়খন্ডকে

বিশ্বজিৎ সিং সর্দার, বাঘমুন্ডি:

সাবেক মানভূমের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করে টুসু।‌ যা জঙ্গলমহলের অন্যতম ঐতিহ্যবাহী পরব। এই টুসু পরবকে কেন্দ্র করে মেতে ওঠে রাজ্যের পশ্চিমাঞ্চল। মকর সংক্রান্তির পর টানা এক মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় চলে টুসু প্রতিযোগিতা। তার মধ্যে অন্যতম বাঘমুন্ডি ব্লকের সোনকুপি এমএসকে ফুটবল ময়দানে আয়োজিত দুয়ারসিনি টুসু মেলা। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে নিজের ঐতিহ্য বহন করে চলেছে এই টুসু মেলা। এই মেলার মূল আকর্ষণ হলো বিশাল আকৃতির চৌডলের
জমায়েত। এবার প্রায় ৭০ ফুটের চৌডল এসেছিল এই মেলায়। শুধুমাত্র পুরুলিয়া নয়। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও প্রতিযোগিরা চৌডল নিয়ে হাজির হয়েছিলেন এই মেলায়। মোট ১০ টি চৌডল এসেছিল মেলায়। প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এখানে হয় ফুটবল ধামাকা। ১ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার থাকে এই ফুটবল খেলায়। পাশাপাশি থাকে মোরগ লড়াই-র আয়োজন।
চৌডল শিল্পী ভাদু মাহাতো ও চুনুলাল মাহাতো বলেন, ” এই টুসু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগিরা। বাংলা ও ঝাড়খণ্ড দুই রাজ্যের প্রতিযোগিরা এই মেলায় অংশগ্রহণ করেন। দুই রাজ্য যেন মিলেমিশে একাকার হয়ে যায়।”

বিশাল আকৃতির এই চৌডল বানাতে তাদের ২ থেকে ৩ মাস সময় লাগে। ‌এই মেলার উদ্যোক্তা ভক্তি সিং মুড়া বলেন, “নেতাজি জন্মজয়ন্তী কমিটির উদ্যোগে ও সকলের সহযোগিতায় এই মেলা প্রতিবছর দারুনভাবে হয়ে থাকে। দীর্ঘ ৩৫ বছর ধরে এই মেলা হচ্ছে। আগে ছোট আকারে এই মেলা হত। সময় যত এগিয়েছে মেলার জৌলুস তত বেড়েছে। দুই রাজ্যের মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই মেলা।”

Post Comment