দেবীলাল মাহাত, আড়শা:
নবম পর্যায়ের “দুয়ারে সরকার” শিবির অনুষ্ঠিত হল আড়শা ব্লকের আড়শা গ্রাম পঞ্চায়েতের আড়শা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ মোট ৩৭ টি পরিষেবা নিয়ে “দুয়ারে সরকার ” শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন আড়শা থানার পক্ষ থেকেও’ দুয়ারে সরকার’ শিবিরে সচেতনতার বার্তা দেওয়া হয়। বোঝানো হয় ‘সহায় অ্যাপস্’ এর কার্যকারিতা।











Post Comment