অমরেশ দত্ত, বোরো:
পশ্চিমবঙ্গকে ফাইলেরিয়া মুক্ত রাজ্য করার লক্ষ্যকে সামনে রেখে বিশেষ উদ্যোগ। পুরুলিয়া জেলার মানবাজার ২ নং ব্লকের অন্তর্গত বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আঁখরো হাইস্কুলে ফাইলেরিয়া দূরীকরণের লক্ষ্যে সোমবার আয়োজিত হল মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি। এদিন অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন, মানবাজার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: রবি শেখর কুমার রবি, মানবাজার ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো, সহ-সভাপতি সুধীর কুমার মুর্মু সহ স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা ও বিশিষ্টজনেরা। মানবাজার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: রবি শেখর কুমার রবি বলেন, “মূলত ফাইলেরিয়া নির্মূল করার লক্ষ্যে ২৪শে ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ এবং ৭ই এপ্রিল থেকে ১২ই এপ্রিল পর্যন্ত মোট দুটি ধাপে বাড়ি বাড়ি গিয়ে প্রতিষেধক খাওয়ানোর কর্মসূচি চলবে, আজ আঁখরো হাইস্কুলে তার শুভ সূচনা হল।” জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন বলেন, “ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ঔষধ খেতে হবে। সর্বোপরি আমাদের সচেতন হতে হবে, তাহলেই আমরা ফাইলেরিয়া মুক্ত বাংলা গড়ে তুলতে পারবো।” এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থী ছন্দা দে, আকাশ মাহাতোরা বলে, “এরকম কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় আমরা খুবই উপকৃত হলাম।”
Post Comment