নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নাবালিকা স্কুল পড়ুয়াকে সম্পূর্ণ অন্য পথে নিয়ে যাচ্ছিল টোটো চালক।চলন্ত টোটো থেকে ঝাঁপ দিল স্কুল পড়ুয়া মেয়েটি। সদর থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত ওই টোটো চালককে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
বছর ১৫র ওই ছাত্রীর পরিবার পুলিশকে জানিয়েছে, শনিবার বিকেলে শহরের জেলখানা মোড় থেকে ৪০ কোয়ার্টার এলাকায় টিউশন পড়ার উদ্দেশে বেরিয়েছিল ওই কিশোরী। মেয়েকে একটি টোটোতে চাপিয়ে দেয় তার মা। অভিযোগ, গন্তব্যস্থল পৌঁছে গেলেও ওই টোটো চালক সেখান থেকে অন্য দিকে মেয়েটিকে নিয়ে যেতে থাকে। বার বার ওই নাবালিকা টোটো থামাতে বললেও চালক কথা শোনেনি। স্কুলপড়ুয়া কিশোরী চেঁচামেচি করতেই দুলমি মোড় থেকে ইউ টার্ন নিয়ে দ্রুত গতিতে ৪০ কোয়ার্টারের ভেতর দিয়ে নিয়ে যায় সে। টোটোটি থামাতে বলা হলে ওই চালক নাকি হাসতে থাকে। তার উদ্দেশ্য অসৎ বুঝতে পেরে চলন্ত টোটো থেকে ওই নাবালিকা ঝাঁপ দেয়। পুরুলিয়া শহরের বুকে ওই টোটো চালকের এমন কাণ্ডে চিন্তিত ওই পড়ুয়ার পরিবার সহ এলাকার মানুষজন। পুলিশ জানিয়েছে অভিযোগের সাথে সাথে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment