নিজস্ব প্রতিনিধি, কাশিপুর: গাড়ি থামিয়ে চালককে আটকে রেখে ছিনতাই করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশিপুরে। স্থানীয়
সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বেলগুমা এলাকার বাসিন্দা কার্তিক মাহাত। পেশায় গাড়ি চালক। বৃহস্পতিবার তিনি আদ্রা গিয়েছিলেন একজনকে ছাড়তে। সেখান থেকে ফেরার পথে রাত আটটা নাগাদ পুরুলিয়া কাশীপুর থানার অন্তর্গত লিয়া গ্রামের অদূরে ৪-৫ জন দুষ্কৃতী তার ওপর চড়াও হয়। তার কাছে থাকা সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় তারা। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তার ওপরে এলোপাথাড়ি ছুরি চালায় দুষ্কৃতীরা। এরপর জখম অবস্থাতেই ওই চালক নিজে গাড়ি চালিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন। এরপরই খবর দেওয়া হয় তার পরিবারে। খবর দেওয়া হয় কাশিপুর থানাতেও। ওই খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ পৌঁছান হাসপাতালে। এই মর্মে পুরুলিয়ার কাশিপুর থানায় একটি স্বত:প্রণোদিত মামলা রুজু হয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে খোঁজ চালাচ্ছে
পুলিশ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment