নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
অটো উল্টে মৃত চালক। জখম ৬ সওয়ারি। ঘটনাটি ঘটেছে বুধবার কোটশিলা থানার মামুডি থেকে বেগুনকোদোর যাওয়ার পাহাড়ি রাস্তায়। মৃতের নাম নির্সাদ আনসারি (৩১)। ওই যুবক বর্তমানে আড়শা এলাকায় থাকতেন। যদিও আদি বাড়ি পাড়া থানার তেঁতুলহিটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন অযোধ্যা পাহাড়ের মামুডি গ্রামে একটি অনুষ্ঠান বাড়ি থেকে আড়শার সালুইডহর গ্রামের ৬ জন বাদ্যকরকে নিয়ে অটোতে করে ফিরছিলেন নির্সাদ। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। স্থানীয় মানুষজনের সাহায্যে কোটশিলা থানার পুলিশ তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন।
Post Comment