নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
ধান বিক্রির টাকা হাতিয়ে নিয়ে পালানো হল না। তার আগেই এক চালককে গ্রেফতার করল পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ। ধৃত নাম ভাদরী কর্মকার পুঞ্চা থানার ধাদকি গ্রামের বাসিন্দা।
হুড়া থানার বড়গ্রামের বাসিন্দা পেশায় ধান ব্যবসায়ী গনেশ মুদি বুধবার অভিযুক্ত চালকের বিরুদ্ধে টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে পুলিশকে জানান ২৫ জানুয়ারি তার গোদাম থেকে ধান বোঝাই করে একটি লরি বর্ধমানের একটি চাল কলের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন মিলে ধান বিক্রি করা প্রায় চার লাখ টাকা নিয়ে ফিরে আসে ওই চালক। অভিযোগ, সেই টাকা গণেশ বাবুর হাতে দেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন তাকে ঠকিয়ে টাকা হাতিয়েছে ওই চালক।
বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়।
Post Comment