insta logo
Loading ...

আবাসনে দিতে হবে পানীয় জল, উত্তেজনা পৌরসভায়

আবাসনে দিতে হবে পানীয় জল, উত্তেজনা পৌরসভায়

বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:

আবাসনে দিতে হবে পানীয় জলের সংযোগ। আবাসনের বাসিন্দাদের এই দাবিতে পুরুলিয়া পৌরসভা হয়ে উঠল উত্তপ্ত। মঙ্গলবার পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের আবাসনের বাসিন্দারা পুরুলিয়া পৌরসভা চত্বরে জমায়েত হন। সেখান থেকে পৌরপ্রধানের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তারা। বেসরকারি আবাসনের বাসিন্দা লীলা মুখার্জী, বিশ্বজিৎ পাল প্রমুখের দাবি, “জলের সংযোগ পাওয়ার অধিকার সকল পৌরবাসীর। আবাসনবাসীদের বঞ্চনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বহুদিন ধরে বারে বারে পৌরসভায় আবেদন জানানো হয়েছে । কিন্তু সমাধান হয়নি। প্রতি বছরই জলের জন্য দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।”

দিন কয়েক আগে পুরুলিয়া পুর শহরের তিন নম্বর ওয়ার্ডের আবাসনে ১৪টি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। আর তারপর দেখা দেয় বিতর্ক। চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপকুমার ডাগা সহ ১৩ জন কাউন্সিলর পুরপ্রধানকে চিঠি দিয়ে জানান বোর্ডের অনুমোদন ছাড়া কোনভাবেই আবাসনে পানীয় জলের সংযোগ দেওয়া যাবে না। চিঠিতে তাঁরা আরও বলেন, পুরুলিয়া শহরের আবাসনগুলিতে জল দেওয়াতে তাঁদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই আবাসনের সম্পূর্ণ ফ্ল্যাট গুলি পুরুলিয়া পৌরসভার নিয়ম মাফিক মিউটেশন করতে হবে। পৌরসভার দ্বারা ধার্য্য ট্যাক্স তাদেরকে সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে। তবে সাবধান বাণীও শুনিয়েছেন কাউন্সিলররা। বলেছেন, বর্তমানে পৌরসভার সমস্ত ওয়ার্ডে জলের যে পরিস্থিতি হয়ে আছে এই পরিস্থিতিতে যদি আরও নতুন জল সংযোগ দেওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে শহরের চারিদিকে জলের জন্য হাহাকার শুরু হয়ে যাবে। আগে তাঁদের বাড়িতে জলের সংযোগ দেওয়া প্রয়োজন যাঁরা অনেক মাস ধরে ২ হাজার টাকার রশিদ কেটে রেখেছেন।

এর মধ্যেই পুরুলিয়া সদর মহকুমাশাসকের কাছে অভিযোগ জমা পড়ে। জমা পড়ে পাল্টা অভিযোগ। এদিকে বিতর্ক দেখা দিতেই পুরসভা সেই ১৪ টি পানীয় জলের সংযোগ ছিন্ন করে।

পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “আবাসনে পানীয় জলের সংযোগ দেওয়া যাবে। কারণ সেখানেও মিউটেশনের মধ্য দিয়ে পুরসভাকে সার্ভিস ট্যাক্স দিয়ে হোল্ডিং রয়েছে। ফলত হোল্ডিংকে পানীয় জলের সংযোগ দিতেই হবে। কিন্তু সমস্যা হলো যেহেতু আবাসন বহুতল হয়, ফলে সেখানে বহু মানুষ থাকেন।সেখানকার রিজার্ভারে পানীয় জল দিতে হবে। ফলে বেশি জল সরবরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কীভাবে এই আবাসনগুলিতে জল সরবরাহ করা হবে মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের কাছ থেকে কোন নির্দেশিকাও আমাদের কাছে আসেনি। তাই আপাতত আমরা আবাসনে এখনই জলের সংযোগ দিতে পারছি না। সমস্যার সমাধান করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Post Comment