insta logo
Loading ...
×

পথ অবরোধের পর পৌঁছাল পানীয় জল।মানবাজার মাঝপাড়ায়

পথ অবরোধের পর পৌঁছাল পানীয় জল।মানবাজার মাঝপাড়ায়

অমরেশ দত্ত, মানবাজার :

অবরোধের পরেই পানীয় জলের ট্যাংকার পৌঁছালো এলাকায়। গ্রীষ্মের শুরুতেই দেখা দিয়েছে জলের সমস্যা। ‌ পানীয় জলের দাবিতে মঙ্গলবার দুপুর ৩ টা নাগাদ পথ অবরোধ করেন মানবাজার মাঝপাড়া এলাকার বাসিন্দারা। এই অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। এ বিষয়ে এলাকার বাসিন্দা চন্দনা ধীবর, মিনু সিংহ মোদক, শম্পা কর বলেন ,

এখন থেকেই তাদের জলের সমস্যা শুরু হয়ে গিয়েছে। ‌ টাইম কলে ঠিকঠাক জল আসছে না। পানীয় জল তারা পাচ্ছেন না। ‌সেই কারণেই এই অবরোধ। ‌ যতক্ষণ না পর্যন্ত জলের সমস্যা সমাধান হচ্ছে প্রত্যেকদিন অন্তত একটা করে ট্যাংক তাদের এলাকার জন্য বরাদ্দ করা হোক। এমনটাই দাবি তাদের। ‌ এদিন অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে আসেন মানবাজার থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলেন তারা। দীর্ঘ আলাপ আলোচনার পর সমস্যা সমাধানের আশ্বাস মেলায় অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পরে ব্লক প্রশাসনের তরফে পিনেলাকে একটি ট্যাংকারের সাহায্যে পানীয় জল সরবরাহ করা হয়। এদিনের এই অবরোধের জেরে সমস্যায় পড়েন পথ চলতি মানুষজন।

Post Comment