নিজস্ব প্রতিনিধি,আড়শা:
চোলাই মদ বিক্রির বিরুদ্ধে আবার আন্দোলনে নামল প্রমীলা বাহিনী। বুধবার আড়শা ব্লকের জারাটাঁড় গ্রামের মহিলারা বৃষ্টিকে উপেক্ষা করেই গ্রামে মিছিল করে অবৈধ মদ বিক্রি বন্ধ করার হুঁশিয়ারি দেন। একই সাথে জুয়া খেলা বন্ধ করার কথা ঘোষণা করেন ।
ক্ষুব্ধ আন্দোলনকারী মহিলাদের বক্তব্য, “দিনের পর দিন এলাকায় চোলাই মদের কারবার বেড়েই চলছে। তাদের অভিযোগ, প্রকাশ্যে চলছে এই ব্যবসা । গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস করে সংসার চালায়। চোলাই মদে সকলে আসক্ত হয়ে পড়ছে। বিপথে চালিত হচ্ছে যুবসমাজ। তাদের শরীরে বাসা বাঁধছে মারন রোগেও। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। তারই প্রতিবাদে এদিন গ্রামে মিছিল করে মদ বিক্রেতাদের হুঁশিয়ারি দেন মহিলারা। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় যারা মদ খাবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। এদিন মিছিলে থাকা দীপালি মাহাত, ভারতী মাহাতো ক্ষোভের সুরে বলেন,” বাড়ির পুরুষরা রোজগারের বেশিরভাগ টাকাই ব্যয় করছে চোলাই এর পেছনে। সংসার চালানো দায় হয়ে পড়ছে। প্রসঙ্গত মদ বিক্রির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মহিলাদের আন্দোলন। ইতিমধ্যেই আন্দোলনের ফলে জেলা জুড়ে নড়েচড়ে বসেছে আবগারী দপ্তর। আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, চোলাই বন্ধে অভিযান চলছে।











Post Comment