insta logo
Loading ...
×

একাঙ্ক নাটক প্রতিযোগিতা

একাঙ্ক নাটক প্রতিযোগিতা

অমরেশ দত্ত, বোরো :

আদিবাসী ভাষায় রচিত জেলাস্তরের ৩০তম একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রতিযোগিতার পরিচালনায় পুরুলিয়া জেলা প্রশাসন৷ ব্যবস্থাপনায় মানবাজার ২ নং ব্লক ও পঞ্চায়েত সমিতি। স্থানীয় মুরগাডি ফুটবল ময়দানে নাটক প্রতিযোগিতার উদ্বোধন করলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো ,জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন প্রমুখ।

Post Comment