insta logo
Loading ...
×

ড্রেনের জলে নরক ইন্দকুড়ি, রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ

ড্রেনের জলে নরক ইন্দকুড়ি, রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ

অমরেশ দত্ত,মানবাজার:

ড্রেনের জল ঢুকে দূষিত হচ্ছে পুকুর। এমন অভিযোগ মানবাজার মহকুমা শহরের ইন্দকুড়ি হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য তৈরি হচ্ছে ড্রেন। আর সেই ড্রেনের আউটলেট না থাকায় নোংরা জল গিয়ে মিশছে পুকুরে। তা থেকে ছড়াচ্ছে দূষণ। পুকুরটি মানুষের অব্যবহারযোগ্য হয়ে উঠছে। অথচ এই পুকুরের জলে মহিলারা স্নান করেন। এই পরিস্থিতিতে সোমবার পথে নেমে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার মহিলারা। এদিন রাস্তায় বাঁশ বেঁধে অবরোধে সামিল হন তারা। ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। মানবাজার ১ নং ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ধনঞ্জয় কুমার পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এ বিষয়ে মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, পিডব্লুডি’র সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

Post Comment