insta logo
Loading ...
×

কলে আসছে ড্রেনের জল! অবরোধ পুরুলিয়া শহরে

কলে আসছে ড্রেনের জল! অবরোধ পুরুলিয়া শহরে

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

দীর্ঘদিন ধরে নলবাহিত পানীয় জল থেকে পচা দুর্গন্ধ আসছিল। স্থানীয়দের অভিযোগ, পুরুলিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রধান জলের পাইপলাইনে ফাটল ধরায় সেই পাইপের মধ্যেই ঢুকে পড়ছিল নর্দমার জল। ফলে বাসিন্দাদের রান্না থেকে পান করা—কোনও কাজেই এই জল ব্যবহার করা কঠিন হয়ে ওঠে ।
পরিস্থিতি চরমে পৌঁছালে ক্ষুব্ধ এলাকাবাসীরা জাতীয় সড়ক আটকে বিক্ষোভে সামিল হন। রাস্তাজুড়ে আটকে পড়ে বহু ছোট-বড় যানবাহন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

আবরোধকারী পিঙ্কি দাস বলেন, “বহুদিন ধরেই বিষয়টি কাউন্সিলরকে জানানো হলেও কোনও সদর্থক ব্যবস্থা নেওয়া হয়নি। নর্দমার ময়লা মিশ্রিত জল খেয়ে শিশু ও বৃদ্ধদের অসুস্থ হওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছিল। পরিষ্কার- পরিচ্ছন্ন পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করি।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশের আশ্বাস—দ্রুত পাইপ মেরামতের কাজ শুরু হবে এবং অন্তত সাময়িকভাবে বিকল্প জলের ব্যবস্থা করা হবে। প্রায় এক ঘণ্টা টানাপোড়েনের পর পুলিশের প্রতিশ্রুতিতে অবরোধ ওঠে।

Post Comment