বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
আবারও পুরুলিয়া পুর শহরে ‘মালিকানাহীন’ গবাদি পশুকে খোঁয়াড়ে পাঠানোর ব্যবস্থা শুরু করল পুরুলিয়া পুরসভা।
পুজোর মুখে যানজট কমিয়ে প্রতিমা দর্শনার্থীদের ভালোভাবে মণ্ডপ দেখার সুযোগ করে দিতে ফের এই কাজ শুরু করেছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। মহালয়ার আগের রাতে মঙ্গলবার প্রায় রাতভর অপারেশন চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় থাকা ‘মালিকানাহীন’ ১২ টি গবাদি পশুকে খোঁয়াড়ে পাঠায়। তবে এবার আর গোশালার খোঁয়াড় নয়। পুরুলিয়া শহরের ভগৎ সিং মোড়ের কাছে পুরুলিয়া জেলা পুলিশের একটি জায়গায় অস্থায়ী ভাবে খোঁয়াড় করে ওই গরুগুলিকে রাখা হয়েছে। আপাতত সেই খরচ দেবে পুরুলিয়া পুর কর্তৃপক্ষই।
পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়ানো ‘মালিকানাহীন’ গবাদি পশুকে আবার আমরা খোঁয়াড়ে পাঠানোর কাজ শুরু করেছি। এই কাজ আমাদের ধাপে ধাপে চলবে। সামনেই পুজো। শহরের মানুষজনের যাতায়াতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্যই আমরা পুজোর আগে এই অভিযান করলাম। “
পুরসভা সূত্রে জানা গিয়েছে, আপাতত অস্থায়ী খোয়াড়ের খরচা পুরুলিয়া পুরসভা দিলেও ঝাড়খণ্ডের একটি সংস্থার সঙ্গে এই ব্যাপারে প্রাথমিক কথাবার্তা বলেছে পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের গোশালা কর্তৃপক্ষ ‘মালিকানাহীন’ গবাদি পশুকে রাখার জন্য মোটা অঙ্কের টাকা ধার্য করছে। সেই কারণেই পুরসভা অস্থায়ী হলেও অতীতের মত নিজেরাই
খোঁয়াড় করলো। পরবর্তীকালে অন্য সংস্থার হাতে ওই গবাদি পশু দিয়ে দেবে। বেশ কিছুদিন ধরেই পুরুলিয়া পুরসভার কাছে সাধারণ মানুষজন অভিযোগ করছিলেন শহরের যেখানে-সেখানে গরু ঘুরে বেড়ানোয় যানজটে সমস্যা হচ্ছে। তারপরেই পুরসভা বোর্ড মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়ার পরেই মঙ্গলবার রাতে ‘মালিকানাহীন’ গরুকে খোঁয়াড়ে পাঠানোর অভিযান শুরু করে। তবে রাতভর এই অভিযানে কম হ্যাপা পোহাতে হয়নি পুরকর্মীদের। এক-একটি গরুকে গাড়িতে করে খোঁয়াড়ে পাঠাতে গিয়ে রীতিমত কালঘাম ছোটে পুর কর্মীদের। কিছু গবাদি পশু এমনই ‘বেয়াড়া’ যে তাদেরকে ধরে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করলেও গোঁ হয়ে রাস্তায় বসে থাকে। আর এই গবাদি পশুর জন্য-ই এই শহরের রাস্তায় বার হয়ে নাজেহাল হতে হয় আম জনতাকে। কারন তীব্র হর্ণের আওয়াজেও এই গবাদি পশু নিজের জায়গা থেকে এক পা নড়ে না! এই অভিযান শুরু করার আগে বিজ্ঞপ্তিতে পুরসভা জানিয়েছিল, নিজেদের গরুকে তাদের বাড়িতে না নিয়ে গেলে সেই গবাদি পশুকে পুরসভা খোঁয়াড়ে পাঠিয়ে দেবে। সেখানে পাঠিয়ে দিলে আর ওই গরু ফেরত পাওয়া যাবে না। বিজ্ঞপ্তির পাশাপাশি পুরসভা মাইকিং করেও এই বিষয়টি জানিয়ে দিয়েছিল।
Post Comment