insta logo
Loading ...
×

বধূ নির্যাতন, অভিযোগ

বধূ নির্যাতন, অভিযোগ

সম্রাট নাগ, বরাবাজার:

শুকোয়নি বিয়ের মেহেন্দি। বিয়ের মাত্র তিন দিন পর থেকেই বধূর উপর শুরু অত্যাচার। বরপণের টাকা না পেয়ে মারধর। মেরে ফেলে দেহ পুঁতে দেওয়ার হুমকি। বিয়ের এক মাসের মধ্যে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে পুরুলিয়া জেলার বরাবাজার থানায় অভিযোগ দায়ের করলেন নববধূ। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে সাত জনের বিরুদ্ধে বধূ নির্যাতন সহ একাধিক ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে গত ১৩ নভেম্বর বরাবাজার থানা এলাকার বছর ১৯ এর ওই তরুণীর বিয়ে হয় ঝাড়খন্ডে। বিয়েতে নগদ পাঁচ লাখ টাকা সহ বিভিন্ন দান সামগ্রী দেওয়া হয়। বিয়ের পর থেকে নববধূর উপর শুরু হয় অত্যাচার। শ্বশুর বাড়ির লোকজনের দাবি, বিয়ের দিন বরপক্ষকে ঠিক ভাবে আপ্যায়ন করা হয়নি। এছাড়া আরো এক লাখ টাকা অতিরিক্ত পন দাবি করে তারা। এই নিয়ে ওই বধূর উপর শুরু হয় মানসিক এবং শারীরিক অত্যাচার।

Post Comment