নিজস্ব প্রতিনিধি, কোটশিলা : ফের উঠল কর্তব্যরত চিকিৎসক নিগ্রহের অভিযোগ। অভিযোগ উঠল ঝালদা ২ নং ব্লকের কোটশিলা গ্রামীণ হাসপাতালে। থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন কোটশিলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর ব্লক স্বাস্থ্য আধিকারিক। কোটশিলা থানা সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে আজ শনিবার কাকভোরে। কর্তব্যরত চিকিৎসক ডা. কালিসেন মুর্মুর ওপর হঠাৎই চড়াও হয় কয়েকজন ব্যক্তি। হাসপাতালের করিডরে ডাক্তারকে ফেলে লাথি ঘুষিতে জর্জরিত করে তারা। এক নবজাতকের মৃত্যুতে ডাক্তারকে দোষারোপ করে বেধড়ক পেটায় তারা। অভিযোগ দায়ের হয়েছে কোটশিলা থানায়।
Post Comment