নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
মিষ্টি দইয়ের দাম বেশি কেন?প্রতিবাদ করায় দোকানদার পেটালো চিকিৎসককে। ঘটনাটি ঘটেছে বুধবার কাশিপুর থানার লাড়া গ্রামে।
চিকিৎসক থানায় দায়ের করেন অভিযোগ। আর তারপরই দোকান মালিককে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ। ধৃতের নাম গনেশ মোদক। এই গ্রামেই তার বাড়ি।
পুলিশ জানিয়েছে, কল্লোলী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের অধীন তালাজুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বীরেন হেমব্রম বুধবার তিনি দুই বন্ধুকে নিয়ে লাড়া মোড়ে একটি মিষ্টির দোকানে গিয়েছিলেন। সেখানে তারা মিষ্টি দই খান। চিকিৎসকের অভিযোগ, প্রতি পিস ওই মিষ্টি দইয়ের দাম ১৫ টাকা লেখা থাকলেও বিক্রেতা বলেম দাম লাগবে প্রতি পিস কুড়ি টাকা। বেশি দাম নেওয়া হচ্ছে কেন, দোকানদারকে এমন প্রশ্ন করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। এরপরই স্থানীয় কয়েকজনকে ডেকে তাদের মারধর করা হয় বলে জানিয়েছেন চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে বুধবার একটি মারধরের মামলা রুজু করে দোকানের মালিককে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment