নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি :
উচ্চস্বরে গান বাজিয়ে শব্দ দূষণের অভিযোগে বাজেয়াপ্ত করা হলো ডিজে। এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুরুলিয়ার সাঁওতালডি থানার পুলিশ। যদিও অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল থেকে পোড়াডি এবং বেলকুড়া গ্রামে সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বার হয়েছিলো।
সেই শোভাযাত্রার গাড়িতে ডিজেতে গান বাজানো হচ্ছিল। এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আয়োজকদের বেআইনি ডিজে বাজাতে বন্ধ করতে বলা হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু অভিযোগ, পুলিশের কথায় কর্ণপাত করেনি আয়োজক থেকে অপারেটররা। এরপরই তিনটি চার চাকার গাড়ি সহ ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে সাঁওতালডি থানার পুলিশ।
জাতীয় পরিবেশ আদালত সহ হাইকোর্ট থেকে নির্দেশ রয়েছে ডিজে বাজানো যাবে না। পুজো উদ্যোক্তা থেকে সাউন্ড অনার্স এসোসিয়েশনদের সঙ্গে পুলিশ দফায় দফায় বৈঠক করে সেই বার্তা পৌঁছেও দিয়েছে। কিন্তু তারপরেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শব্দ দূষণ চলছিল। তাই এবার কড়া পদক্ষেপ করলো পুলিশ।









Post Comment