সঞ্জয় চৌধুরী, বরাবাজার:
এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল কয়েকটি শিক্ষা সংগঠন। শনিবার পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের সিন্দ্রি জ্ঞানদীপ ও উৎকর্ষ একাডেমি প্রাঙ্গণে হেমাটোলজি এডুকেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায় বরাবাজার থানার সিন্দ্রি অঞ্চলের ৪০ জন দুঃস্থ মানুষজনের হাতে কম্বল তুলে দেওয়া হলো। এই শীতের সময় কম্বল হাতে পেয়ে খুশি সকলেই।






Post Comment