insta logo
Loading ...
×

দুঃস্থদের কম্বল ও শাড়ি বিতরণ

দুঃস্থদের কম্বল ও শাড়ি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কেন্দা: শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দুঃস্থদের পাশে দাঁড়াল একটি সমাজসেবী সংগঠন। পুঞ্চা ব্লকের কেন্দা থানার বিন্দুডি গ্রামে শনিবার হিউম্যান রাইটস ইনেসিয়েটিভের পক্ষে থেকে এলাকার দুঃস্থ মানুষদের কম্বল, শাড়ি বিতরণ করা হল। পাশাপাশি দুপুরে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। উপস্থিত ছিলেন সংস্থার চিফ এক্সিকিউটিভ হীরালাল বর্মন, সদস্য রাজেন্য মজুমদার, শংকর প্রসাদ মালাকার, আশিস মান্না সহ অন্যান্যরা।

Post Comment