নিজস্ব প্রতিনিধি, আড়শা:
গ্রামীন চিকিৎসকদের নিয়ে বিশেষ আলোচনা সভা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল । রবিবার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত কলকাতা ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটি উদ্যোগে রবিবার অযোধ্যা হিলটপে শিবিরটি হয়। শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের বিশিষ্ট চিকিৎসকগন, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, জেলা কমিটির আহ্বায়ক শচীনন্দন মাঝি, জেলা কমিটির সম্পাদক মনোদীপ চট্টোপাধ্যায় প্রমুখ । শচীনন্দন মাঝি জানান, গ্রামীণ চিকিৎসকেরা বৃহৎ অংশের বাসিন্দাদের বড় ভরসার জায়গা। এলাকার মানুষের কথা ভেবে গ্রামীন চিকিৎসকদের দক্ষ করে তুলতে শিবিরের আয়োজন করা হয়েছিল। শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, “আগের সরকার গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ ও স্বীকৃতি দিতে চাননি। আমাদের সরকার স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন।”











Post Comment