insta logo
Loading ...
×

স্বনির্ভরতার দিশা, বিশেষ উদ্যোগ নিতুড়িয়ায়

স্বনির্ভরতার দিশা, বিশেষ উদ্যোগ নিতুড়িয়ায়

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া : দশ বিশটা নয়, এক লপ্তে সাড়ে চার হাজার মুরগি শাবক বিতরণ কর প্রাণী ও প্রাণী সম্পদ দপ্তর। নিতুড়িয়া ব্লক কার্যালয়ে জনার্দনডি গ্রাম পঞ্চায়েতের ৪৫০ জন মহিলা-পুরুষের হাতে তুলে দেওয়া হয় এই মুরগি শাবকগুলি। লক্ষ্য এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বনির্ভর করা। জানালেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভুষণ প্রসাদ যাদব।

Post Comment