নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
ডাইরিয়ার প্রকোপ জয়পুর ব্লকের দুটি গ্রামে। আক্রান্ত ১৭ জন বাসিন্দা। স্বাস্থ্য দফতরের নজরে আসার পরেই গ্রামে পৌঁছায় স্বাস্থ্য দফতরের একটি দল। আক্রান্তদের পরিবারের লোকজনের সাথে কথা বলার পাশাপশি জলের নমুনা সংগ্রহ করা হয়। জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপ্তেন্দু মাহাতো বলেন,” আমরা সমস্ত বিষয়টি নজরে রেখেছি।”
সম্প্রতি জয়পুর ব্লকের জয়পুর গ্রাম পঞ্চায়েতের হাতিমুড়ি গ্রামের প্রায় ৭ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৩ জন জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। সোমবার একজনকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘাঘরা অঞ্চলের কর্মাটাড় গ্রামেও আক্রান্ত হয়েছেন প্রায় ১০জন । তবে তারা এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার হাতিমুড়ি গ্রামে একটি স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল যায়। ওই দলে ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের এপিডেমিওলজি সতীনাথ ভূঁইয়া, জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপ্তেন্দু মাহাতো সহ স্বাস্থ্য কর্মীরা।
Post Comment