insta logo
Loading ...
×

নজির গড়ল ঢেঙ্গাকেন্দ

নজির গড়ল ঢেঙ্গাকেন্দ

অমরেশ দত্ত, পুঞ্চা:

লক্ষ্য দেশীয় সংস্কৃতির মান উন্নয়ন ও আদর্শ শিক্ষাদান। আর সেই লক্ষ্যে নজির গড়ল পুঞ্চা ব্লকের ঢেঙ্গাকেন্দ গ্রাম। মঙ্গলবার এই গ্রামের কিশোর-কিশোরী বাহিনীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। নাচ, গান ও নাটকের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। টুসুর মরসুমে মায়েদের টুসুগান পরিবেশনে অনুষ্ঠানটি আরো সুন্দরময় হয়ে ওঠে। মুলত দেশীয় সংস্কৃতির মান উন্নয়ন ও আদর্শ শিক্ষাদানের লক্ষ্যে একটি সেচ্ছাসেবী সংগঠন জনসংস্কৃতি দীর্ঘদিন ধরে নিয়েছে অগ্রণী ভূমিকা। তাদের মূল লক্ষ্য প্রত্যেকের মৌলিক শিক্ষাদান ও সর্বাঙ্গীন বিকাশ সাধন। পুঞ্চা ও হুড়া ব্লকের গ্রামে পাড়া পারফরমেন্স, জাগানিয়া মেলা এবং সবশেষে মৈত্রী মেলার মাধ্যমে জনসংস্কৃতির সারা বছরের শিক্ষামুলক বিষয়গুলি অনুষ্ঠিত হয়ে থাকে। এইভাবেই জন সচেতনতা প্রসারের লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে কাজ করে চলেছে সংস্থাটি।

Post Comment