নিজস্ব প্রতিনিধি, বলরামপুর: শীতের পারদ ক্রমশ নামছে। পাহাড়ের পাদদেশের গ্রামগুলোতে হাড়কাঁপানো ঠাণ্ডার দাপটে জবুথবু এলাকা। এমনি একটি গ্রাম বলরামপুর থানার নিপানিয়া। আজ পুরুলিয়া শহরের দেবশিশু নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নিপানিয়া গ্রামের ৬২টি শিশুকে শীতের নতুন বস্ত্র বিতরণ করা হলো৷ সংস্থার কর্নধার পারমিতা চ্যাটার্জী জানান শীত বস্ত্র বিতরণের পাশাপাশি আগামী বড়দিনের আনন্দ ভাগ করে নিতে কেক কাটা হয় ও বাচ্চাদের মিষ্টি মুখ করানো হয়। তিনি আরও জানান আজ এই উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সমাজসেবী নরেন্দ্রনাথ সেনগুপ্ত, দেবাশীষ মোদক সহ দেবশিশুর শুভকাঙ্ক্ষীরা৷ নতুন বস্ত্র পেয়ে হাসি ফুটেছে শিশুদের মুখে।
Post Comment