অমরেশ দত্ত, মানবাজার : শতবর্ষ পার। আজও সমান আবেগ মানবাজার শ্মশানকালীর পুজো ঘিরে। শ্মশানচারিণী দেবীকে দেখতে মানবাজার শ্মশান কালী মন্দিরে দর্শনার্থীর সকাল থেকেই জমেছে ভিড়। প্রায় ১০০ বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। মা এখানে বামা কালী রূপে পূজিতা হন। এখানে আজও অটুট পাঁঠা বলির প্রথা। একেবারে শুরুতে খড়ের চালা ও বাঁশের বেড়াতে মাটির প্রতিমায় দেবী পূজিতা হতেন। তারপর ভক্তদের দানে ও মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে বর্তমানে অসাধারণ রূপ পেয়েছে মন্দির।পাশাপাশি রীতি মেনে কালীপুজোর পরদিন নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ কালী পুজোতে যেমন অংশগ্রহণ করেন, তেমনি নরনারায়ণ সেবা অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ।

Post Comment