insta logo
Loading ...
×

নীলষষ্ঠীতে ভগড়ায় ভক্তদের ঢল

নীলষষ্ঠীতে ভগড়ায় ভক্তদের ঢল

অমরেশ দত্ত, মানবাজার :

ত্রিলোকের হিতার্থে সামুদ্রিক হলাহল পান করেছিলেন বলে তিনি নীল। কণ্ঠে বিষ ধরে নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। তাঁর পুজো চৈত্র সংক্রান্তির আগের দিন। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয় বলে মাম নীলষষ্ঠী। এদিন সন্তানের দীর্ঘায়ু কামনা করে পুজো দেন মায়েরা। অনেকে সন্তানলাভের জন্যও ষষ্ঠীর ব্রত করেন। রবিবার নীলষষ্ঠীর দিন অসংখ্য ভক্তের সমাগম দেখা গেল মানবাজারের পায়রাচালির ভগড়া শিব মন্দিরে। অসংখ্য ভক্ত এদিন দণ্ডি দিয়ে ওই মন্দির পর্যন্ত আসেন। লোক বিশ্বাস, ভক্তদের মনস্কামনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। শুধু মানবাজার নয় এদিন জেলার সর্বত্র উৎসবের মেজাজে নীলষষ্ঠী পালিত হয়।

Post Comment