insta logo
Loading ...
×

নাটকের মধ্য দিয়ে বার্ষিক অনুষ্ঠান, মানবাজারে হাজির দেবেশ রায়চৌধুরি

নাটকের মধ্য দিয়ে বার্ষিক অনুষ্ঠান, মানবাজারে হাজির দেবেশ রায়চৌধুরি

অমরেশ দত্ত , মানবাজার : নিউ শিল্পী মহল নাট্য সংস্থার ৪৪ তম বার্ষিক অনুষ্ঠান হলো মানবাজারে। শুক্রবার মানবাজার রাধামাধব হাই স্কুল ময়দানে সংস্থার সদস্যদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছিল ভৈরব গঙ্গোপাধ্যায়ের এক কালজয়ী সামাজিক পালা “মাতৃঋণ শোধ”।

এদিন অনুষ্ঠানের শুরুতেই স্বর্গীয় দিলীপ মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মঞ্চ শুদ্ধি’র পর যাত্রাপালার সূচনা হয়। অনুষ্ঠানে দর্শকদের আবেগ ছিল চোখে পড়ার মতো। সুদূর কলকাতা থেকে এদিন যাত্রা দেখতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব দেবেশ রায়চৌধুরি। এছাড়াও ছিলেন বহুগুণী মানুষজন।

Post Comment