নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
মালগাড়ির বগি লাইনচ্যুত হয়ে বিপত্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনাড়া রেল স্টেশনের সামনে। মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে আপ এবং ডাউন লাইনে প্রায় চার ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
পুরুলিয়া সাঁতরাগাছি সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন প্রায় চারঘন্টা বিলম্বে চলে। আসানসোল-বরাভুম মেমু প্যাসেঞ্জার, রাঁচি -খড়গপুর মেমু প্যাসেঞ্জার, বরকাখানা-আদ্রা প্যাসেঞ্জার, গোমো-চক্রধরপুর মেমু প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন আটকে পড়ে বিভিন্ন রেল স্টেশনে।
লাইন সচল করাতে জন্য চারঘন্টা ধরে নিরন্তর কাজ করছে রেলের সিগন্যাল বিভাগ ও ক্যারেজ ডিপার্টমেন্টের কর্মীরা।
Post Comment