insta logo
Loading ...
×

পাথরকাটা গ্রামে ডেঙ্গুর সচেতনতার প্রচার, স্প্রেও

পাথরকাটা গ্রামে ডেঙ্গুর সচেতনতার প্রচার, স্প্রেও

নিজস্ব প্রতিনিধি,মানবাজার: সুস্বাস্থ্যই সকল সুখের মূল।সুস্বাস্থ্য বলতে বোঝায় নীরোগ ও সতেজ দেহ। সুস্থ থাকার প্রথম ও প্রধান শর্ত হলো রোগ মুক্ত থাকা। আর এই বিষয়কে সামনে রেখে মানবাজার ১নম্বর ব্লকের উদ্যোগে ও ভিআরপি কর্মীদের সহযোগিতায় মঙ্গলবার মানবাজার ১নম্বর ব্লকের জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরকাটা গ্রামে ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক স্প্রে চলে। পাশাপাশি এদিন ডেঙ্গু নিয়ে সাধারন মানুষদের সচেতন করা হয়। পরিবেশ জঞ্জাল মুক্ত করা,জমিয়ে রাখা জল সপ্তাহে অন্তত দু’বার খালি করা, খোলা পাত্রে জল জমতে না দেওয়া, রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা সহ সচেতনতার বার্তা দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

Post Comment