নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পাটজাত পণ্য তৈরির মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আইসিএআর–এনআইটি এর উদ্যোগে এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় (প্রভাত)-এর ব্যবস্থাপনায় পুঞ্চা ব্লকের নপাড়া হাই স্কুলে অনুষ্ঠিত হল দশ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ শিবির। তফসিলী জাতিভুক্ত ২০ জন মহিলাকে এই শিবিরে ব্যাগ, কলমদানি, ফুলদানি, পুতুল, শিকা, গহনা থেকে শুরু করে নানা ধরনের সৌখিন পরিবেশবান্ধব দ্রব্য তৈরির হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
মূখ্য বিজ্ঞানী ড. সুজয় দাস জানান, “পাটজাত দ্রব্যর বিশ্ববাজারে দারুণ চাহিদা। মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে।” প্রশিক্ষিকা রূপা মজুমদারের নেতৃত্বে পরিচালিত শিবিরটি শেষ দিনে রূপ নেয় ক্ষুদ্র প্রদর্শনীতে, যেখানে অংশগ্রহণকারী মহিলাদের তৈরি নানান পাটজাত পণ্য নজর কাড়ে উপস্থিত সকলের।
শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেন প্রাক্তন বিধায়ক অবিনাশ মাহাতো, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকদেব মাহাতো, মুখ্য বিজ্ঞানী ড. এল. আমায়াপ্পান, বিজ্ঞানী ড. হওখোথাঙ বাইতে, প্রবীণ প্রযুক্তিবিদ রমাকান্ত মিশ্র, সৈকত মাইতি, কাঞ্চন রায়, অমলেশ ঘোষ, মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর কুমার দত্ত, সাংবাদিক বাপ্পা রায়, শিক্ষক নিরুপম ভদ্রসহ একাধিক বিশিষ্টজন।
অংশগ্রহণকারী ববিতা মণ্ডল,জানান এমন প্রশিক্ষণ তাদের নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে এবং ভবিষ্যতে নিজেদের পাটজাত দ্রব্য বাজারে তুলে ধরে বিকল্প আয়ের পথ সৃষ্টি করতে চান তারা।
জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র ঘোষণা করেন, “মহিলাদের আগ্রহ বজায় থাকলে এনআইএনএফইটি ভবিষ্যতে আরও উন্নত স্তরের প্রশিক্ষণের আয়োজন করবে। পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রেও সংস্থা তরফে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
দিনের বিশেষ আকর্ষণ ছিল প্রশিক্ষণে তৈরি কলমদানি, যা নপাড়া হাই স্কুলের প্রায় ৩০ জন শিক্ষক–শিক্ষিকাকে উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে পরিবেশবান্ধব দ্রব্য ব্যবহারের আহ্বান এবং এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।
একই অনুষ্ঠানে ধ্রুবপদ কালিন্দী, তপন কুমার শীট, রাধাকান্ত খান, অচিন্ত দত্ত, সত্যবান মাহাতো, লক্ষণ চন্দ্র মাহাতোসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পাটজাত দ্রব্যের প্রতি মহিলাদের উৎসাহ এবং আত্মনির্ভরতার মনোভাব শিবিরে নতুন মাত্রা যোগ করে।










Post Comment