নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
লাল কাপড়ে বাঁধানো খাতা। কাগজ বেশ মজবুত। হলদেটে তার রঙ। নববর্ষের শুভ দিনে হয় এই খাতারই পুজো। আর তারপর সারা বছরের জমা খরচের হিসেব ব্যবসায়ীরা তুলতে থাকেন এই হালখাতায়। নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত হালখাতা। পয়লা বৈশাখে সমস্ত ছোট বড় ব্যবসায়ী হালখাতা পুজো করিয়ে থাকেন। পয়লা বৈশাখে পুজো করা সেই খাতায় সারা বছরের হিসাব রাখা হয়।

ঝালদার হাল খাতা বিক্রেতা দুলাল ভদ্র বলেন, “বর্তমানে সেই হাল খাতার আর তেমন বিক্রি নেই। সবকিছুরই পরিবর্তন হয়েছে। লেগেছে আধুনিকতার ছোঁয়া। এখন কম্পিউটারেই থাকছে আয় ব্যয় এর হিসাব। তাই হাল খাতার বিক্রি কমে গিয়েছে। তবুও কয়েকজন নিয়ম রক্ষায় চালু রেখেছে হাল খাতা। একটা সময় যখন ব্যাপক হারে হালখাতা বিক্রি হত। এখন সে সব অতীত।

ব্যবসায়ী তরণী মোদক বলেন, “শহরে ডিজিটাল নোটবুকের কাছে পরাজিত হলেও গ্রামেগঞ্জে এখনও হালখাতার প্রচলন রয়েছে। তাই নিয়ম রক্ষার খাতিরে হোক কিংবা ব্যবসায়িক হিসাব, নববর্ষে হালখাতার পুজো করান ব্যবসায়ীরা।”
নববর্ষের দিন নতুন জামা পরে হালখাতা পুজো করিয়ে ব্যবসার কাজে ব্যবহার করেন ব্যবসায়ীরা। এই রীতি যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে। তাই সময় পাল্টালেও আবেগ পালটায়নি। হালখাতা বাঙালির কাছে নববর্ষ আবেগের অন্যতম অংশ।
Post Comment