নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
আর চিতল হরিণ দেখতে অভয়ারণ্যে যেতে হবে না। যেতে হবে না ডিয়ার পার্কে। পুরুলিয়ায় এবার দুয়ারে চিতল হরিণ। চিতল হরিণ দেখতে বৃহস্পতিবার সাতসকালে ভিড় জমল পুরুলিয়ার পুঞ্চা এলাকার বানসা গ্রামে। আর লোকজনের ভিড় দেখে হরিণটি ছুটতে ছুটতে একের পর এক গ্রাম ঘুরে শেষ পর্যন্ত জঙ্গলে আশ্রয় নিয়েছে। বন্যপ্রাণীটির যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি মাথায় রেখে নজরদারি শুরু হয়েছে কংসাবতী উত্তর বনবিভাগের পুঞ্চা রেঞ্জের বন কর্মীদের পক্ষ থেকে।
এদিন সকালে ওই হরিণটিকে প্রথমে দেখতে পাওয়া যায় নির্ভয়পুর গ্রাম এলাকায়৷ এর পর ভিড় জমলে হরিণটি ছুটে বানসা গ্রামে পৌঁছায়। ততক্ষণে ঘটনার খবর পেয়ে পৌঁছে যান বন কর্মীরা। মানুষজনের তাড়া খেয়ে হরিণটি কংসাবতী নদীর কৈড়া সেতু দিয়ে নদীর পাড় বরাবর ওই মহেশপুর গ্রাম সংলগ্ন এলাকায় একটি ঝোপে লুকিয়ে পড়ে। হরিণটি এখানে এলো কী করে? এই এলাকায় তো চিতল হরিণ থাকার মতো ঘন জঙ্গল নেই। বন দফতর মনে করছে পুরুলিয়ার মানবাজার লাগোয়া বাঁকুড়ার বন পুকুরিয়া ডিয়ার পার্ক থেকে ওই মাদি হরিণটি এখানে চলে এসেছে।
Post Comment