নিজস্ব প্রতিনিধি, কোটশিলা: লোকালয়ে চলে আসা একটি হরিণকে পুনরায় জঙ্গলে পাঠাল বন দফতর। মঙ্গলবার সকালে পুরুলিয়া বন বিভাগের কোটশিলা রেঞ্জের নোয়াহাতু বিটের মাড়ামু এলাকায় ওই হরিণটি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। মাঠের মধ্যে একটি মাদী কাঁকর হরিণ দেখতে পেয়ে অবাক হয়ে যান এলাকার মানুষজন। এরপরই গ্রামের মানুষজনের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ওই হরিণটিকে পুনরায় বাঁশগড় লাগোয়া জঙ্গলে ফেরত পাঠানো হয়। তবে কিভাবে ওই হরিণটি জঙ্গল থেকে এতটা দূরে এসেছিল সেই বিষয়ে অনুসন্ধান করছে বন দফতর। উল্লেখ্য সিমনি – জাবর লাগোয়া ওই জঙ্গলে চিতাবাঘের বিচরণ রয়েছে। ফলে স্থানীয় মানুষজনের অনুমান ভোর রাতে হয়তো চিতাবাঘের তাড়া খেয়েই প্রাণ ভয়ে হরিণটি লোকালয়ে চলে আসে। তবে এই বিষয়ে বনদফতর কিছু বলেনি।
Post Comment