insta logo
Loading ...
×

জঙ্গলে ডাক্তারের পচা গলা দেহ, তদন্ত

জঙ্গলে ডাক্তারের পচা গলা দেহ, তদন্ত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পুরুলিয়া মফস্বল থানার আনাই গ্রামের কাঁসাই নদীর তীরে পলাশ জঙ্গল থেকে উদ্ধার করা হয় দেহটি। পুলিশ জানতে পেরেছে দেহটি ডাক্তার সর্দার (৪৭) নামে এক ব্যক্তির। তার বাড়ি এই থানা এলাকাতেই। মৃতের পুত্র উমাকান্ত সর্দার তার বাবার দেহটি সনাক্ত করে। সে পুলিশকে জানিয়েছে চলতি মাসের ১৮ তারিখ থেকে মিলছিল না তার বাবার খোঁজ। মফস্বল থানায় নিখোঁজ ডাইরিও নথিবদ্ধ হয়েছিল। উমাকান্ত পুলিশকে আরও জানিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন ডাক্তার। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Comment