দেবীলাল মাহাত, আড়শা:
“শিক্ষার্থী সপ্তাহ” উপলক্ষে সামাজিক ব্যাধি ও কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রত্যন্ত আড়শায়। সামাজিক ব্যাধি ও কুসংস্কার বিষয়ক একদিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আড়শা ব্লকের মানকিয়ারী জুনিয়ার হাইস্কুলে। আলোচক ছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সম্পাদক মধুসূদন মাহাত। এই সচেতনতা শিবিরে তিনি বাল্যবিবাহ, পনপ্রথা, ধর্মের নামে পশুবলি,র্যাগিং ,ডাইনি প্রথা,ভূত,ঈশ্বরে অন্ধবিশ্বাস প্রভৃতি দূরীকরণের পাশাপাশি মাদকাসক্তি , শব্দদূষণ প্রভৃতি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের কাছে সচেতনতার বার্তা তুলে ধরেন। এদিন তিনি ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রকৃত মানবিক হওয়ার আহ্বান জানান। মানকিয়ারী জুনিয়ার হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টু মোদক জানান – “শিক্ষার্থী সপ্তাহ” উপলক্ষে ছাত্র ছাত্রীদের কাছে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সচেতনতা শিবিরে ছাত্র ছাত্রীদের কাছে ছিল প্রশ্নোত্তর পর্বও। এই সচেতনতা শিবিরে শতাধিক ছাত্রী ছাত্রী অংশ নিয়েছিল।
Post Comment