নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: বিষক্রিয়ায় বরাবাজারে মারা গেল এক স্কুল ছাত্রী। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অম্বিকা বাউরি (১৬)। তার বাড়ি বরাবাজার থানার সিন্দরি গ্রামে। ওই ছাত্রী দশম শ্রেণিতে পড়ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই কিশোরী কোনো কীটনাশক খেয়ে ফেলে। তার অসুস্থতা বুঝতে পেরে তড়িঘড়ি তাকে মানবাজার ২ নম্বর ব্লকের বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। শোক গ্রাস করেছে ওই এলাকায়।
Post Comment