insta logo
Loading ...
×

ঘুমের ঘোরে আগুনে ঝলসে মৃত্যু মা – ছেলের

ঘুমের ঘোরে আগুনে ঝলসে মৃত্যু মা – ছেলের

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর : লম্ফর আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে জোর লড়ছেন ঠাকুমা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার কুইলাতোড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সীতামনি হেমব্রম (৩৯) এবং প্রশান্ত হেমব্রম (৮)। সোমবার রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির ভেতর ঘুমিয়েছিলেন ওই তিনজন। হঠাৎ আগুন লেগে ঝলসে যান সীতামনি,প্রশান্ত এবং বছর ৭০ এর লক্ষী মুর্মু। মরণ আর্তনাদ শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সীতামনি এবং তার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঙ্গে লড়ছেন লক্ষী মুর্মু। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। অনুমান করা হচ্ছে লম্ফ থেকেই কোনো ভাবে আগুনের লেগে থাকতে পারে।

Post Comment