নিজস্ব প্রতিনিধি, মানবাজার: রহস্যজনকভাবে মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রমিলা মাহাতো (২০)। তার বাড়ি মানবাজার থানার জিতুজুড়ি গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে আড়াই বছর আগে ওই মহিলার বিয়ে হয়েছিল। মঙ্গলবার দুপুরে ওই বধূ কীটনাশক খেয়ে ফেলে। ওইদিন রাতে স্বামী কাজ সেরে বাড়ি ফেরার পর তাকে বিষয়টি জানান ওই বধূ। রাতেই তড়িঘড়ি তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।











Post Comment