বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:
অস্বাভাবিক ভাবে মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন মহিলার। বলরামপুর বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার মৃত্যু হয় ।
বলরামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বলরামপুরের মালতি গ্রামের কয়েকজন বাসিন্দা মালতি গ্রাম থেকে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে।
বুধবার সকালে চিকিৎসা চলাকালীন মহিলা মারা যান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ওই মহিলার ঠিকানা ও পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment