insta logo
Loading ...
×

আবাসিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রের রহস্যমৃ*ত্যু, উত্তপ্ত কেন্দা এলাকা

আবাসিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রের রহস্যমৃ*ত্যু, উত্তপ্ত কেন্দা এলাকা

নিজস্ব প্রতিনিধি,কেন্দা

এক বেসরকারি আবাসিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দা এলাকায়। কেন্দা গ্রামেরই বাসিন্দা, মৃতের নাম শম্ভু কুম্ভকার (১৪)। রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরের ছাত্র ছিল সে। রবিবার রাতে স্কুল কর্তৃপক্ষ শম্ভুকে অসুস্থ অবস্থায় চাকোলতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একবারও আগেভাগে কিছু জানায়নি। খবর পাওয়া মাত্র হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন, তাঁদের একমাত্র সন্তান আর বেঁচে নেই। শম্ভুর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা — কীভাবে সুস্থ-স্বাভাবিক এক কিশোরের হঠাৎ এমন পরিণতি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মৃতের মা নমিতা কুম্ভকারের অভিযোগ, “আমার ছেলে একেবারে ঠিকঠাক ছিল। স্কুল থেকে কেউ আগে ফোন করেনি। আমরা অন্যের কাছ থেকে খবর পাই। হাসপাতালে গিয়ে দেখি, ছেলে নেই। কেন এমন হলো, কেউ বলতে পারছে না।”

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেন্দা-টামনা রাজ্য সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও আত্মীয়স্বজনরা। ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে স্কুল কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

Post Comment