insta logo
Loading ...
×

সুইসায় রাজধানীর ধাক্কায় মৃত্যু মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের

সুইসায় রাজধানীর ধাক্কায় মৃত্যু মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি : কানে কম শোনেন বৃদ্ধ। সেই সঙ্গে মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ রেললাইন পারাপার করতে গিয়ে নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ওই বৃদ্ধের। পুরুলিয়া জেলা পুলিশ ও জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ছুটুবাবু প্রামানিক (৬৯)। তার বাড়ি বাঘমুন্ডি থানার সুইসার কাছে দেউলি গ্রামে। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের মুরি- চান্ডিল শাখায় বাঘমুন্ডির আটনা-জোড়ডি গ্রামের পাশে এই ঘটনা ঘটে। ওই এলাকার রেললাইনের পাশ থেকেই ওই বৃদ্ধের খন্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। মৃতের ছেলে অঙ্গদ প্রামানিক জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। জিআরপি সূত্রে জানা গিয়েছে, নিউ দিল্লি-ভুবেনেশ্বর
রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় এই ঘটনা ঘটে।

Post Comment