নিজস্ব প্রতিনিধি, বলরামপুর: আবারও পথ দুর্ঘটনা ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে। এবারও সেই বলরামপুর থানা এলাকায়। আবারও মৃত্যু।
সোমবার রাত ১০ টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় যুবককে এক অজ্ঞাত পরিচয় গাড়ি ধাক্কা দিয়ে চলে যায় বলে অভিযোগ। তারপর তা ওই জাতীয় সড়কে টহলরত বলরামপুর থানার পুলিশ কর্মীদের নজরে পড়ে। তারা দেখতে পান বেড়াদা মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার পাশে
রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই অজ্ঞাত পরিচয় যুবক। সঙ্গে সঙ্গে তাকে বলরামপুর থানার পুলিশ বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।
সোমবার বেলা ১২ টার দিকেও বলরামপুর থানা এলাকায় ওই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থানার অন্তর্গত
নামশোল এলাকার বাসিন্দা কামদেব গোস্বামী তার বাড়ি থেকে সাইকেলে করে বনডি গ্রামে হরিসভাতে যোগদান করার জন্য বেরিয়েছিলেন। গন্তব্যস্থলে যাওয়ার সময় ওই জাতীয় সড়কে বলরামপুর কলেজ সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় একটি মোটরবাইক তার সাইকেলে সজোরে ধাক্কা মারলে গুরুতরভাবে জখম হন তিনি। ফলে
মোটরবাইকে থাকা দুই আরোহী যুবকও পড়ে যান। তাদের মধ্যে একজন জয়ন্ত পরামানিক গুরুতরভাবে জখম হন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে তাদের তড়িঘড়ি উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে বলরামপুর থানার পুলিশ। সেখানে কর্মরত চিকিৎসকরা তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসার করার পর তাদের উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
Post Comment