insta logo
Loading ...
×

বাইক দুর্ঘটনায় মৃত্যু মানবাজারের মোটর মেকানিকের

বাইক দুর্ঘটনায় মৃত্যু মানবাজারের মোটর মেকানিকের

নিজস্ব প্রতিনিধি,মানবাজার: পথ দুর্ঘটনায় মৃত্যু হল মানবাজার এলাকার এক ব্যক্তির। গত রবিবার সন্ধ্যা নাগাদ বোরো থানার বসন্তপুর সেতুর কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন মানবাজার থানার বাসিন্দা ফাল্গুনী মুখোপাধ্যায়(৫৮)। তার বাড়ি মানবাজার থানার ইন্দকুড়িতে। ঝাড়খন্ডের জামশেদপুর থেকে তিনি মানবাজার আসছিলেন। সেইসময় দুর্ঘটনার মুখে পড়েন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক পড়ে থাকা অবস্থায় বসন্তপুর সেতুর কাছে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বসন্তপুর হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। এরপর আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়ায় রেফার করা হয়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ফাল্গুনী বাবু এলাকায় নামকরা
মোটর মেকানিক ছিলেন।

Post Comment