insta logo
Loading ...
×

সেতু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু!মানবাজারে কুমারী নদী থেকে উদ্ধার হওয়া মহিলার পরিচয় মিলল

সেতু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু!মানবাজারে কুমারী নদী থেকে উদ্ধার হওয়া মহিলার পরিচয় মিলল

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: পরিচয় মিলল মানবাজারে কুমারী নদী থেকে উদ্ধার হওয়া মৃতার। শনিবার একটি চশমা দেখে মায়ের মৃতদেহ শনাক্ত করেন ছেলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম উমারানী দে (৭০)। বাড়ি মানবাজার ব্লক সদরের পোদ্দার পাড়ায়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে বোরো থানার মামরো গ্রামে বাপের বাড়ি যাওয়ার জন্য ওই মহিলা বেরিয়েছিলেন। তার পর তিনি নিখোঁজ হয়ে যান। ফলে ওইদিন রাতে তার ছেলে মানবাজার থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। আর তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকালে কুমারী নদীর দলদেড়িয়া গ্রামের কাছ থেকে নদীর জলে মহিলার দেহ ভাসতে দেখা যায়। মৃতার শরীরে পচন ধরায় ফলে মুখমন্ডল নষ্ট যায়। যার ফলে ঠিক মতো চেনা যাচ্ছিল না। ফলে অজ্ঞাত পরিচয় হিসাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মানবাজার থানার পুলিশ। মৃতার পরিচয় জানতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালিয়ে যাচ্ছিল পুলিশ।এর মধ্যে এদিন দেহটি শনাক্ত হওয়ায় বিভিন্ন জল্পনার অবসান ঘটে। স্থানীয় মানুষজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে মানবাজার এবং বোরো থানার সংযোগস্থলে সেতুর মধ্যে ওই মহিলার চশমা পড়ে থাকতে দেখা যায়। অথচ সেখান থেকে বেশ কিছুটা দূরে দেহটি ভাসতে থাকে। শুধু তাই নয় স্থানীয় মানুষজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে ওই মহিলা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। ফলে সমগ্র বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা।

Post Comment