বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা টি ঘটেছে বুধবার পুরুলিয়া রেল স্টেশনের তিন নং প্লাটফর্মে। আরা-সাউথ বিহার এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই ব্যক্তি। তাঁর নাম ওম নাথ প্রসাদ (৫০)। বাড়ি ঝাড়খন্ড এর পশ্চিম সিংভূম জেলার গোয়েলকেরা।
পুরুলিয়া জি আর পি, ও আর পি এফ থানার পুলিশ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক জানান ওই ব্যক্তি মৃত।
মৃতের আধার কার্ড থেকে তার ঠিকানা জোগাড় করে পুরুলিয়া জি আর পি। পরিবারে খবর দেওয়া হয়। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।
Post Comment