নিজস্ব প্রতিনিধি ,মানবাজার: চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার মানবাজার থানার বামনী মাঝিহিড়া অঞ্চলের পুরাতনডি গ্রামের একটি চাষের জমিতে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মানবাজার থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বদ্রি শবর(৪০) তার বাড়ি পুড়রু সংসদের ডকাটাঁড় গ্ৰামে।পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে।











Post Comment