insta logo
Loading ...
×

স্মার্ট মিটারে বিপদ, সভা মানবাজারে

স্মার্ট মিটারে বিপদ, সভা মানবাজারে

অমরেশ দত্ত, মানবাজার:

অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন মানবাজার ব্লক কমিটির পক্ষ থেকে রবিবার মানবাজার রাধা মাধব বিদ্যায়তনে আয়োজিত হল মানবাজার ব্লক বিদ্যুৎ গ্রাহক সম্মেলন। মূলত বিদ্যুৎ গ্রাহকদের সমস্যার কথা সামনে রেখে এদিনের আলোচ্য বিষয় ছিল, বিদ্যুতের অত্যধিক মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটারের ব্যবহার।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, “২০২৩ সাল থেকে বিদ্যুতের অত্যধিক মাশুল বৃদ্ধির ফলে গ্রাহকরা সমস্যার মধ্যে রয়েছেন। পাশাপাশি স্মার্ট মিটার বসানো হলে গ্রাহকরা আরও অসুবিধার সম্মুখীন হবেন। আগামী দিনে আমাদের আন্দোলনের ক্ষেত্রে কী ভূমিকা থাকবে, সেই বিষয় নিয়েই আজকের এই আলোচনা সভা।”

Post Comment