insta logo
Loading ...
×

আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার, কোথায় হবে বৃষ্টি?

আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার, কোথায় হবে বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার। নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া এই সিস্টেমের গতিপথ এখনও রহস্যে ঢাকা। আবহাওয়াবিদরা বলছেন, গভীর নিম্নচাপে পরিণত না হলে কোথায় গিয়ে আছড়ে পড়বে তার হদিশ মিলবে না। তাই আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।

তবে সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের অনুমান, সেনিয়ারের প্রভাবে ঝড়–বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গে শীতের আমেজ যেখানে মাত্র ঢুকতে শুরু করেছে, সেখানে এই সিস্টেম।আবার উধাও করেছে সেই ঠান্ডার স্বাদ। বাতাসে বেড়েছে জলীয় বাষ্প। রাতের ঠান্ডা থাকলেও দিনের উষ্ণতা শরীরে লাগতে শুরু করবে নভেম্বরের শেষ লগ্নে। শীতের পথে বড়সড় কাঁটা হয়ে দেখা দিতে পারে সেনিয়ার। ফলে শনিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

Post Comment