নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
বাতাসে ফের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত। শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়নি।
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালে সেটি ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হবে। মঙ্গলবার, ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। শুক্রবার নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সেটি সুস্পষ্ট নিম্নচাপ এবং রবিবার গভীর নিম্নচাপের রূপ নিয়েছে।
এই সিস্টেম পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। ঘূর্ণিঝড়টির অভিমুখ থাকবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে। ফলে ছট পুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আবহাওয়া দফতর জানিয়েছে, জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টির সতর্কতা জারি থাকতে পারে। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
পুরুলিয়াতেও সেই প্রভাবে আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





Post Comment